ছায়েম হত্যার বিচার চেয়ে মানববন্ধন, ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে দাফন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ
রাজন আহমদ::
গত ১৪ তারিখ দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের টিলাগ্রাম এলাকায় চোর সন্দেহে ক্ষিপ্ত মানুষের আঘাতে ঘটনাস্থলে নিহত যুবক ছায়েমের হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন মৃত ছায়েমের নিজ এলাকা নিতেশ্বর- মোকামবাজার এলাকার লোকজন।
গতকাল সন্ধ্যার পূর্বে শুরু হওয়া মানববন্ধনে কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এক পর্যায়ে লোকজন ঢাকা- সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে দিলে দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট শুরু হয়। মহাসড়ক অবরুদ্ধ হয়ে আছে শুনে সাথে সাথে মৌলভীবাজার মডেল থানার একটি ফোর্স গিয়ে লোকজনকে সড়ক থেকে সরালে আটকে পরা যানবাহন সচল হয়।
মানববন্ধনে নিহত ছায়েমের মা-বাবা, ভাই – বোন, ৯ মাসের বাচ্চা এবং ৭ বছরের বড় সন্তানসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক গতকাল সন্ধ্যায় বলেন, ‘তদন্ত সাপেক্ষে বিষয়টি এগুচ্ছে। এমন অবস্থায় কোন বলা নেই, কওয়া নেই লাশ সদর হাসপাতালে ফেলে রেখে তাঁরা মানববন্ধন করতে রাস্তায় নেমেছেন। সড়ক অবরোধের খবর পেয়ে সাথে সাথে আমাদের ফোর্স গিয়ে লোকজনকে সরালে যানবাহন সচল হয়।’
এদিকে গতকাল রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার নিহত ছায়েমের নিজ বাড়িতে বিকাল ৪ টায় যানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ যে, গত বুধবার দিবাগত রাতে চোর সন্দেহে ছায়েম মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই যুবকটি মারা যায়। সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের টিলাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।