লাউয়াছড়ায় ঝড়ে গাছ পড়ে দুই পর্যটক আহত
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২২, ১:৫৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি ::
কমলগঞ্জের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঝড়ের কবলে পড়ে গাছ পড়ে দুই শিক্ষার্থী পর্যটক আহত হয়েছেন। আহতরা হলেন রাজধানীর ঢাকা উত্তর দক্ষিণখানের আশা ও এসএম রাব্বি। তারা বিবিএ শিক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় লাউয়াছড়া উদ্যানে এ ঘটনা ঘটে। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কমলগঞ্জের পর্যটন একালা ঘুরে বিকালে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে আসার পথে লাউয়াছড়ায় ঝড়ের কবলে পড়েন মোটরসাইকেল আরোহী এ দুই শিক্ষার্থী পর্যটক। এ সময় প্রচন্ড ঝড়ে তাদের উপর সড়কের পাশের গাছ উপরে পড়লে তারা আহত হন। পরে সিএনজি অটোরিকশার যাত্রীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঝড়ে গাছ উপরে পড়ায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বনবিভাগ সড়কের গাছ কেটে সরানোর পর প্রায় ঘন্টাখানিক পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুমি ঝড়ে গাছ পড়ে দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী পর্যটক আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।