ইউনিটি অফ মৌলভীবাজারের মিলন মেলা ও ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ
লন্ডন প্রতিনিধি::
ইউনিটি অফ মৌলভীবাজারের মিলন মেলা ও জাঁকজমকপূর্ণ ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ ই সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রিজেনসি লেইক বেনকুয়িট হলে ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমসেরনগর বিমানবন্দর চালুর জোর দাবি, বিশ্বময় মৌলভীবাজার জেলার মানুষের মধ্যে সৌহার্দের বন্ধন দৃঢ় করা ও প্রবাসে কমিউনিটির উন্নয়নে এবং বাংলাদেশে আর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিষ্টা এবং নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত ইউনিটি অব মৌলভীবাজার, সমগ্র বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গতকাল লন্ডনের কমিউনিটি হলে সমগ্র বৃটেন থেকে আগত বিপুল সংখ্যক লোকের উপস্তিতিতে ইউনিটি অব মৌলভীবাজার,এর সম্মেলন ২০২২ সফলভাবে সম্পন্ন হয়েছে।
কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কামরুজজামান খাঁন কমরু, ও এম লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার ফর পলিটিক্যাল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কেমডেনের মেয়র নাসিম আলী, ব্যাবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল মালিক, এম এ মুনিম, সাইদুর রহমান রেনু, অলি খাঁন, ও হারুনুর রশীদ, বিফুল আহমদ, সাবেক স্পিকার আহবাব আহমদ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম,কাউন্সিলার সাহিদা চৌধুরী,কাউন্সিলর রহিম রহমান, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলর জোসনা ইসলাম,বিশিষ্ট রাজনীতিবিদ রুহুল আমিন রুবেল, সাবেক ছাত্র নেতা আলহাজ্ব আলকাস আহমদ,সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, শাহীন আহমদ চৌধুরী, কবির মিয়া,ওয়াহিদ মিয়া,গিয়াস আহমদ, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুর রউফ তালুকদার, কাবির আহমদ,শামীম চৌধুরী প্রমূখ। সবায় আরো মৌলভীবাজার জেলার বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারপার্টির পর কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী দু’বছর এর জন্য সৈয়দ শামীম ইসলামকে সভাপতি, শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন সানিকে ট্রেজারার ও রাসেল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী। হেলেন ইসলাম ও শিবলু রহমান এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃটেনের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করে সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেন। অনুষ্ঠানে আগতরা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু সহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবি বাস্তবায়নে বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দীপ্ত শপথ নিয়েছেন।