ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে ছয়জন পেলেন পুরুষ্কার
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
অতিরিক্ত দামে সফট ড্রিংক বিক্রি করা, প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করা সরকার নির্ধারিত দামে থেকে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রয় করা, নির্ধারিত দামে থেকে অতিরিক্ত দামে কাগজ বিক্রয় করা অতিরিক্ত দামে মেডিকেল সামগ্রী বিক্রয় করা এমনই অভিযোগে ছয়জন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ৭ সেপ্টেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে এবং অভিযোগ প্রমাণিত হওয়ার সাপেক্ষে ছয়টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা ছয়জন অভিযোগকারীকে মোট ৩ হাজার ২ শত ৫০ টাকা প্রদান করা হয়। আব্দুল হাদী খান মৌলভীবাজার জেলার সদর উপজেলার কুসুমবাগে অবস্থিত রিকতা কনফেকশনারী এর বিরুদ্ধে অতিরিক্ত দামে সফট ডিংকস বিক্রি করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক জিতেন্দ্র বৈদ্য তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী আব্দুল হাদী খানকে জরিমানার ২৫%=৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করায় মৌলভীবাজার জেলার সদর উপজেলার কোর্ট রোডে অবস্থিত ফুসকা ঘর এর বিরুদ্ধে মো: ইকবাল হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিষ্ঠানের মালিক মো: ফারুক তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো: ইকবালকে জরিমানার ২৫%=৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে শেরপুর বাজারে অবস্থিত শেরপুর ট্রেডার্স এর বিরুদ্ধে তারেক আহমেদ কর্তৃক সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী তারেক আহমেদকে ৫ শত টাকা প্রদান করা হয়। পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নিউ সেন্ট্রাল লাইব্রেরী এন্ড ষ্টেশনার্স এর বিরুদ্ধে ঝলক ঘোষ অতিরিক্ত দামে কাগজ বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী ঝলক ঘোষকে ৫ শত টাকা প্রদান করা হয়। অতিরিক্ত দামে মেডিকেল সামগ্রী বিক্রয় করায় শ্রীমঙ্গল রোডে অবস্থিত ইউনুস সার্জিকেল ফার্মেসীর বিরুদ্ধে রুহুল আমিনের অভিযোগের প্রেক্ষিতে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী রুহুল আমিনকে ৭ শত ৫০ টাকা প্রদান করা হয়। এছাড়াও বেরিরপাড় পয়েন্টে অবস্থিত কার্তিক ষ্টোর এর বিরুদ্ধে মাসনুন আল আমিন অতিরিক্ত দামে সফট ড্রিংকস বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী মাসনুন আল আমিনকে ৫ শত টাকা প্রদান করা হয়।