ফুলতলী ইসলামিক সেন্টার কনভেন্ট্রির দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২২, ১:০২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রিতে প্রতি বছর স্কুল হলিডের সময় বিশেষ কুরআন প্রশিক্ষণ (দারুল কিরাত)কোর্সের আয়োজন করা হয়। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অনুমোদন ও সিলেবাস অনুসরণে জামাআতে আউয়াল থেকে জামাআতে ছালিছ পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। কোর্সের সমাপনী উপলক্ষে গত ২৩ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির দারুল ক্বিরাতের নাজিম মো, জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রদানকারী হাফিজ সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব, শাহ জালাল জামে মসজিদ কভেন্ট্রির চেয়ারম্যান আলহাজ মুতাসসিম আলী সিতু মিয়া, খতিব ও ইমাম, মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। ইংলিশ স্পিকার শেখ মাওলানা আবুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো, আফতাব উদ্দিন, সেন্টারের পরিচালক, মো. মুজাহিদ খান, মো. রেজাউল হক মুক্তা, শিক্ষক ক্বারি মো. মাহফুজ, মাওলানা মাসুম আহমদ সিদ্দিকী প্রমুখ। অনুষ্টান শেষে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।