কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকে চা-শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২২, ৭:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চা-শ্রমিকরা ঢাকা ও সিলেটের মধ্যে চলাচলকারী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের রেলগেট এলাকায় প্রায় হাজার খানেক শ্রমিক চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকে দেন। ৫টা ২০ মিনিটে অর্থাৎ ১ ঘন্টা ২০ মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয় আন্দোলন কারীরা। এই তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মইন উদ্দিন।
তবে ১ ঘন্টার অধিক সময় যাত্রীরা গরমে বিড়ম্বনায় পড়লে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি
ঢাকা-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কও অবরোধ করেছেন। মৌলভীবাজার-রাজনগর সড়কও শ্রমিকরা অবরোধ করে রেখেছেন।
কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম গোয়ালা বলেন, ৭টি চা-বাগানের শ্রমিকরা তাদের সঙ্গে বিক্ষোভে আছেন।
আজ ১১তম দিনের মতো মৌলভীবাজারের অধিকাংশ চা বাগানের শ্রমিকরা কাজে নামেন নি। সর্বশেষ সিদ্ধান্ত ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেয়নি সাধারণ চা- শ্রমিকরা। সকাল থেকেই মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই জুড়ি, লংলার অধিকাংশ বাগানে চা শ্রমিকরা কাজে নামেন নি। বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায় শ্রমিকরা জড়ো হয়ে মিটিং মিছিল অব্যাহত রেখেছে।
এসময় তারা জানান, প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধুকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানিনা।