নতুন মজুরি ১৪৫ টাকা প্রত্যাখান করলেন চা শ্রমিকরা
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
নতুন মজুরি ১৪৫ টাকা প্রত্যাখান করেছেন চা শ্রমিকরা। ফের আন্দোলনে ফেরার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
রবিবার (২১ আগস্ট) চা বাগান গুলোর সাপ্তাহিক ছুটি থাকায় আনুষ্ঠানিক আন্দোলনে নামেন নি চা শ্রমিকরা। তবে বিচ্ছিন্নভাবে শ্রমিকরা দেশের বিভিন্ন ভাবে ধর্মঘট পালন করছেন তারা।
এর আগে শনিবার বিকেল ৪ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে আন্দোলনরত চা শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী।
তবে, প্রধানমন্ত্রীর দেওয়া এই সিদ্ধান্তের প্রস্তাব প্রত্যাখান করে বিভিন্ন ভ্যালি কমিটি। মনু ধলাই ও লস্করপুর ভ্যালির সভাপতি-সম্পাদকরা এই প্রস্তাব প্রত্যাখান করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমাদের ধর্মঘট চলমান থাকবে। গতকালের সিদ্ধান্ততে চা শ্রমিকরা সন্তোষ নয়। শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীকে এই প্রস্তাব পুনর্বিবেচনার জন্য আবেদন জানাচ্ছি। কাল থেকে আমাদের শ্রমিক ধর্মঘট আগের মতোই চলবে।
তিনি বলেন, আগামী ২৩ আগস্ট আন্ত: মন্ত্রণালয়ের বৈঠক আছে। সেখানে আশাকরি সঠিক সিদ্ধান্ত হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের মজুরি আপাতত ১৪৫ টাকা করতে বলেছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে এলে চা শ্রমিকদের দাবি-দাওয়াগুলো নিয়ে বসবেন।