মৌলভীবাজারে দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬ আগস্ট ২০২২, ৮:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত একদিনের দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ৬ আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান।
জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আহমদ মম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত ও সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪০জন প্রতিযোগী অংশগ্রহণ করে।এদের মধ্যে চ্যাম্পিয়ান হন দাবাড়ু মেহেদী।