দুঃখ বেদনার সময় মানুষের পাশে দাড়ানো ইবাদাত
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বন্যা হোক, দূর্যোগ হোক, কোন জায়গায় আগুন লাগছে, বড় ধরণের ক্ষতি হয়ে গেছে, জামায়াতে ইসলামী তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে চেষ্টা করে আন্তরিকতার সাথে এই সমস্ত ভাই-বোনদের পাশে দাড়াতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে অদ্য ৪ আগস্ট সকাল ১১.৩০টায় খলিলপুর ইউনিয়নে বাড়িঘর মেরামত ও সংস্কারের জন্য নির্মাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, আমরা এই বন্যার পর সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশে আমাদের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও ভাই-বোনদের পাশে দাড়িয়েছেন। তৈরী করা খাবার, প্যাকেট করা খাবার, বিভিন্ন ধরণের ঔষধপত্র সহ যা লাগে এই সমস্ত সামগ্রী নিয়ে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাড়াতে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাওফীক না দিলে বান্দার দ্বারা সম্ভব হয়না। এটা একটা বড় কাজ, এটা একটা ইবাদত। মানুষের দুঃখ বেদনার সময় মানুষের পাশে দাড়ানো ইবাদত। জামায়াতে ইসলামী সবসময় এ কাজটি করছে।
তিনি আরও বলেন, আমরা যদি প্রত্যেকের বাড়িতে সামগ্রী পৌঁছে দিতে পারতাম এটা আরও ভালো ছিল। এটা সম্ভব হয় নাই। আপনারা এখানে চলে আসছেন। তাই আপনাদেরকে মোবারকবাদ। আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। আমরা এই সামগ্রীগুলো আপনাদের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করব। এইগুলো দিয়ে আপনারা আপনাদের ঘরটাকে ঠিক করেন। যে ক্ষতি হয়ে গেছে সব ক্ষতি পুষাবে না। তারপরও আপাতত আপনাদের কষ্ট একটু লাঘব হবে। আল্লাহ যাতে আপনাদের ঘরের মধ্যে বরকত দান করেন। ছেলে-মেয়েরা যাতে সুন্দরভাবে চলে সেই তাওফীক কামনা করছি।
এসময় তিনি বলেন, আমাদের এটাও চিন্তা আছে আল্লাহ সাহায্য করলে ঘর-বাড়ি নির্মাণ, মসজিদ, স্কুল যেখানেই যতটুকু ক্ষতি হয়েছে সেখানেই এই ধরণের সহযোগিতা নিয়ে আমরা হাজির হব। এর পাশাপাশি বন্যায় অনেকের কর্মসংস্থানের ক্ষতি হয়ে গেছে ব্যবসা, বিভিন্ন ধরণের মাছের খামার ছিল, মোরগের খামার ছিল এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি সুনামগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাদের যতটুকু ক্ষতি আমরা চেষ্টা করব তাদের পাশে দাড়ানোর জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
প্রধান অতিথি আরো বলেন, আমরা যারা এখানে আসছি আমরা সকলেই এদেশের নাগরিক। আমরা মুসলমান, অন্য ধর্মের লোকও এখানে আছেন। সবাই মিলে আমরা এ দেশকে গড়তে চাই। আমরা সবাই এদেশকে ভালোবাসি।
প্রধান অতিথি আরো বলেন, আমরা যারা এখানে আসছি আমরা সকলেই এদেশের নাগরিক। আমরা মুসলমান, অন্য ধর্মের লোকও এখানে আছেন। সবাই মিলে আমরা এ দেশকে গড়তে চাই। আমরা সবাই এদেশকে ভালোবাসি।
মৌলভীবাজার সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরীরর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী দায়িত্বশীল আজাদ সুবহানী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি আলাউদ্দিন শাহ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মোর্শেদ আহমদ চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ, শাহানুর আহমদ, আখাইলকুরা ইউনিয়ন সভাপতি মো. ইসমাইল আলী, খলিলপুর ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান তায়েফ, সাবেক সভাপতি রুমানুর রহমান, সেক্রেটারি মাওলানা আশরাফ আহমদ, মাওলানা শেখ সুলতান বিন সাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মোর্শেদ আহমদ চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ, শাহানুর আহমদ, আখাইলকুরা ইউনিয়ন সভাপতি মো. ইসমাইল আলী, খলিলপুর ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান তায়েফ, সাবেক সভাপতি রুমানুর রহমান, সেক্রেটারি মাওলানা আশরাফ আহমদ, মাওলানা শেখ সুলতান বিন সাদ প্রমুখ।