আল ইসলাহ রচডেল ম্যানচেষ্টারের উদ্যোগে জিকির ও নাসিহা মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট ২০২২, ৫:৫৫ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
আল ইসলাহ রচডেল ম্যানচেষ্টারের উদ্যোগে জালালিয়া জামে মসজিদে জিকির ও নাসিহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আল-ইসলাহ রচডেলের সভাপতি মোঃ আব্দুল বাসিত এর সভাপতিত্বে গত সোমবার ১ আগস্ট এই জিকির ও নাসিহা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিকির পরিচালনা করেন ক্বারী সুফি আব্দুল মুনতাকিম সাহেব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শাহজাহান চৌধুরী ও মাওলানা নজরুল ইসলাম, আল ইসলাহ সেক্রেটারি মো. শামিম খান।
মসজিদ কমিটির চেয়ারম্যান আরুস আলী, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মুসাব্বির, হাফিজ সুহেল আহমদ, মাওলানা গিয়াস উদ্দিন, মো. আব্দুল আহাদ, হাফিজ দেলওয়ার হাসান সুমন, আজমল হুসেন, গাজিউর রহমান প্রমুখ।