মৌলভীবাজারে জাতীয় মৎস সপ্তাহের সমাপ্তি, পাঙ্গাস চাষে শ্রেষ্ঠ এসএসজি
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সকালে মৌলভীবাজার জেলা মৎস ভবনে এই অনুষ্ঠান হয়। জেলা মৎস কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাইল করিম চৌধুরী, সিলেট বিভাগীয় সিনিয়র সহকারি মৎস কর্মকর্তা মো, আহসান হাবিব। এছাড়া বিভিন্ন খামারের মালিকরা এতে বক্তব্য রাখেন।
মৎস সপ্তাহ উপলক্ষে জেলায় পাঙ্গাস চাষের জন্য শ্রেষ্ঠ মৎস্য পুরস্কার প্রদান করা হয় সুপার স্টার এগ্রোকে। এসএসজির এমপি মো. হারুন অর রশিদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কর্ণেল মো, আসাদুজ্জামান সাঈদ।