মৌলভীবাজারে বন্ধ হচ্ছে ব্যাটারীচালিত টমটম
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার শহরে ব্যাটারীচালিত টমটম বন্ধ ঘোষণা করেছে মৌলভীবাজার পৌরসভ। রোববার (২৪ জুলাই) থেকে এই নির্দেশনা পুরোপুরি কার্যকর হবে। টমটম চলাচল বন্ধ করতে শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।
মেয়র জানান, শহরে যানজট ও বিশৃঙ্খলার প্রধান কারণ হলো টমটম গাড়ি। এসব গাড়ির অধিকাংশ চালক ই অপ্রাপ্ত ও ড্রাইভিং লাইসেন্সবিহীন। এসব গাড়ি শহরে চলাচল করতে পৌর কতৃপক্ষ কখনও অনুমোদন দেয়নি। ইদানিং মাত্রাতিরিক্তভাবে শহরে এসব গাড়ির চলাচল বৃদ্ধি পাওয়ায় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে দেখা গেছে, এসব ব্যাটারীচালিত টমটমগুলো শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে যত্রতত্র দাঁড়িয়ে থাকে। যানজটের মূল কারণ হলো এই টমটমগুলো। আইনের কোন তোয়াক্কা চালকরা করেনা।
গত বৃহস্পতিবার পৌরসভার হল রুমে অনুষ্ঠিত সভায় টমটম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর ফয়ছল আহমদ, জালাল আহমদ,পার্থ সারথি পাল, সালেহ আহমদ , পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় মেয়র জানান, বিশ্বব্যাপী জ্বালানি তেলের চরম সংকট চলছে। এই সংকটের কারণে বাংলাদেশ সরকার ঘোষিত বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি অপচয় রোধে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাটারীচালিত টমটম ও বিদ্যূতের সমস্যার একটি কারণ হিসেবে চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।