রাজনগরে হত্যার ঘটনায় মামলা দায়ের, দুই আসামি আটক
প্রকাশিত হয়েছে : ২ জুলাই ২০২২, ৭:১৯ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে ভাইদের হাতে ভাই হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। এঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুই আসামিকে আটক করেছে পুলিশ। তবে এখন পলাতক রয়েছেন তৃতীয় আসামি মোস্তাক আহমদ।
শুক্রবার (১ জুলাই) রাজনগর থানায় মামলা দায়ের করেন নিহত শাহাদত আলী এর স্ত্রী সেলিনা আক্তার। গত ২৯ জুন দুই ভাইয়ের হামলায় আহত হন শাহাদাত আলী। পরদিন তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলা মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে শামীম মিয়া, শাহীন মিয়া ও শাহাদত আলী এর বিরোধ চলে আসছিল। বড় ভাই শামীম ও মেজ ভাই শাহীন ছোট ভাইকে জমিরভাগ দিতে চাচ্ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ জুন সকালে এই শামীম ও শাহীন মিলে শাহাদাত এর উপর হামলা করে। এতে ছোট ভাই শাহাদত গুরুতর আহত হয়। আহত অবস্থায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান পরদিন ৩০ জুন সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এঘটনায় মৃত্যুর পরদিন নিহতের স্ত্রী সেলিনা আক্তার রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, নিহতের ভাই শামীম মিয়া, শাহীন মিআ ও প্রতিবেশী মোস্তাক আহমদ।
নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামীকে তারা নির্মামভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই। এখন এক আসামি পলাতক রয়েছেন। আমি পুলিশের কাছে অনুরোধ করছি তাকে যেন গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত দুই আসামি নিহতের দুই ভাইকে আটক করেছে। এক আসামি পলাতক রয়েছেন, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।