দুবাইয়ে কুলাউড়ার যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২ জুলাই ২০২২, ৭:৪০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. রেনু মিয়া (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ জুলাই) দুপুরে দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান।
নিহত রেনু কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের ইদন আলীর ছেলে।
নিহত রেনু মিয়ার ভাতিজা তপু রায়হান জানান, রেনু দীর্ঘ ২৬ বছর থেকে দুবাইয়ে কর্মরত ছিলেন। তার উচ্চ রক্তচাপেরও সমস্যা রয়েছে। শনিবার সকালে হঠাৎ তার শরীর খারাপ হলে দ্রুত রেনুর সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।
তপু আরও জানান, রেনুর ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।