খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য জাসাসের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে যুক্তরাজ্য জাসাসের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ মে সোমবার পূর্ব লণ্ডনের একটি হলে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসাসের সদ্য সাবেক সভাপতি এমাদুর রহমান এমাদ। যুক্তরাজ্য জাসাসের সদস্য সাবেক সাধারণ সম্পাদক এম আরিফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালিক।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বিতর্কিতভাবে ক্ষমতাসীন বর্তমান সরকারের মিথ্যা মামলায় দীর্ঘদিন থেকে কারান্তরীণ ও অসুস্থ বিএনপি চেয়ারাপার্সনের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তাঁর উপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। একই সাথে বক্তারা বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের বহুমুখী উন্নয়ন কর্মসূচী এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
দলীয় নেত্রীর জন্য আয়োজিত দোয়া মাহফিলটি শেষ পর্যন্ত কর্মীসভায় রূপলাভ করে। এতে অন্যান্য বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি কাজি দিলোয়ার হোসেন, যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য নাজমুল হুদা, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসাসের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সদ্য সাবেক প্রথম সহসভাপতি, সঙ্গীতশিল্পী মাহবুবুর রহমান শিবলী, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল,যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, পর্টুগাল বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ তালুকদার, ইতালী বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম তুহিন, মিলান বিএনপির সভাপতি আব্দুল আল মামুন, সিলেট জেলা ছাএদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ।
এছাড়া দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসাসের সাবেক সহ সভাপতি আরিফ রহমান, যুক্তরাজ্য জাসাসের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু, যুক্তরাজ্য জাসাসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব লিটন, যুক্তরাজ্য জাসাসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুক্তরাজ্য জাসাসের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শহীদ আহমেদ, যুক্তরাজ্য জাসাসের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, যুক্তরাজ্য জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আলম, সহ—সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান রোকন, লণ্ডন মহানগর জাসাসের সাবেক সহ সভাপতি বাবুল চৌধুরী, লণ্ডন মহানগর জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, লণ্ডন মহানগর জাসাস নেত্রী ও এডিশনাল এগরিকালচারাল অফিসার ফেরদৌস বেগম, লণ্ডন মহানগর জাসাসের সাবেক প্রচার সম্পাদক মাসুদুজ্জামান, লণ্ডন মহানগর জাসাসের সাবেক দপ্তর সম্পাদক আব্দুলাহ আল মামুন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জাসাস নেতা খায়রুল হানিফ সম্রাট, জাসাস নেতা রিয়া হায়দার খান, সেন্ট আলবান্স বিএনপির মিডিয়া বিষয়ক সম্পাদক সায়েদ আহমদ চৌধুরী, এবাডিন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন হোসাইন, পর্টুগাল বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এস কে এ মিনহাজ, আলী আহমদ লিটন, পর্টুগাল বিএনপি নেতা শাহ আলী, মিলান বিএনপির সহ—সভাপতি হাসিব আলম সেলিম, মিলান বিএনপি নেতা আব্দুল মইন, মো. রফিকুল ইসলাম, ইতালী বিএনপি নেতা কাজী আলমগীর, সোহেল রানা, ফয়সল আহমেদ, ইতালী লাইপেসিয়া বিএনপির সভাপতি মিজানুর রহমান, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আতিকুর রহমান, যুক্তরাজ্য জাসাস সাবেক নেতা আলাউর রহমান, আরিফুল ইসলাম উজ্জল, হাসান, ফরহাদ চৌধুরী, নাদিম, রাসেল রানা, কাওছার,মাহি চৌধুরী, শাহ আলম খোকন, ছালমান ছাইমন, মো. আজিজুর রহমান, মোজাম্মেল অভি, মাসুম আহমেদ, ছাইফুল ইসলাম প্রমুখ।