ম্যানচেস্টার শাহ জালাল মসজিদে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে ‘টেইস্ট রামাদান’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২২, ১০:১৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদে মুসলিম-অমুসলিম সকল কমিউনিটির মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও পারস্পরিক দূরত্ব নিরসন এবং ইসলাম ধর্মের সৌন্দর্য্য ও মাধুর্য অন্য ধর্মের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয় ভিন্নধর্মী কমিউনিটি ইফতার ইভেন্ট ‘টেইস্ট রামাদান’।
গত ২৪শে এপ্রিল রবিবার অনুষ্ঠিত এ আয়োজনে অনেক নন-মুসলিম প্রতিবেশী, চার্চের প্রতিনিধি, লোকালকাউন্সিলরগণ সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউকে পার্লামেন্টে শ্যাডো জাস্টিস মিনিস্টার ড. আফজাল খান এমপি, কাউন্সিলর রাবনাওয়াজ আকবর, কাউন্সিলর আহমদ আলী প্রমুখ।
বক্তাগণ শাহজালাল মসজিদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর মাধ্যমে বিভিন্ন কমিউনিটির দূরত্ব কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন রামাদান মাস ভাতৃত্ব-সৌহার্দ্য এবং সংযমের মাস। রামাদানের এই শিক্ষাকে মুসলিম অমুসলিম সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল ইংরেজি অনুবাদসহ কুরআন তিলাওত, মসজিদের ট্যুর, রামাদানের উপর একটি প্রেজেন্টেশন এবং ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব। হাফিয নাহিদ আহমদ এবং কারী বাবুদ্দীন আহমদ এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আফিজ আলী, মালিক সওদাগর, মনসুর খান, আফিক মিয়া, আশরাফ আলী এমবিই, সাব্বির চৌধুরী,সৈয়দ তুফায়েল রহমান, হাফিজুর রহমান রিপন, জাহাঙ্গীর আহমদ, কামরান খান, জাকির মিয়া, সারওয়ার খান, ছিলিক উদ্দীন, কামরু মিয়া, রজিন চৌধুরী প্রমুখ।
পরিশেষে ইফতারের সময়ে আগতদের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এবং অতিথিদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। ইসলাম ধর্মের সৌন্দর্য্য ও মাধুর্য অন্য ধর্মের মানুষের কাছে তুলে ধরতে ‘টেইস্ট রামাদান’ ইভেন্ট একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে সকলের প্রত্যাশা।