কোম্পানীগঞ্জে পাথরের খনিতে পড়ে শ্রমিক নিহত, থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২২, ১:০১ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জে বিএনপি কর্মী ইসলাম উদ্দিন এর পাথর কোয়ারীতে পড়ে ফরিদ মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ২৫ মার্চ দুপুরে এই ঘটনা ঘটে। এঘটনায় নিহত ফরিদ মিয়ার মাতা রাবিয়া বেগম ওই দিনই বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩জনকে আসামী করা হয়।
আসামীরা হলেন (১) পাথর কোয়ারীর মালিক ইসলাম উদ্দিন (২) দুলাল মিয়া ও (৩) রুহুল আমিন।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিএনপি কর্মী ইসলাম উদ্দিন দীর্ঘদিন যাবত পাথর উত্তোলনের ব্যবসা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ দুপুরে ইসলাম উদ্দিন এর শ্রমিক ফরিদ মিয়া পাথর তোলছিলেন। নিরাপত্তার সুব্যবস্থা না থাকায় পাথর কোয়ারীতে পড়ে ফরিদ মিয়া ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজমল হোসাইন বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।