মৌলভীবাজারে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে সংঘর্ষ, আহত ৫
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০২২, ৪:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে শহরের এম সাইফুর রহমান রোডে এই ঘটনা ঘটে।
জানা যায়, ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা শহরের এম সাইফুর রহমান রোড থেকে একটি র্যালী বের করে। র্যালী শুরু হবার পর পরই ছাত্রলীগ, যুবলীগ হামলা চালায়। হামলার এক পর্যায়ে পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে উভয় পক্ষকে শান্ত করে। হামলার ঘটনায় শিবিরের ৫ নেতাকর্মী আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত হন শিবির কর্মী মো. রাহিদ আলী, রায়হান আহমেদ ও কামরুল ইসলাম। আহত রাহিদের হাতে ছুরির আঘাত ছিল।
ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেকুল ইসলাম বলেন, সকালে আমাদের র্যালী শুরু হয়ে কিছুদূর যাবার পর ওৎ পেতে থাকা ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এরপর তাদের সাথে পুলিশ যোগ দেয়। তাদের হামলায় আমাদের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের শরীরে দা ও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এই ঘটনায় আমাদের কর্মী রাহিদের হাতে মারাত্বক জখম হয়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, শিবির র্যালীর নামে সড়কে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আমরা সেখানে শিক্ষার্থীদের নিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, আমরা জানতে পারি শিবির র্যালী নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আমরা সেখানে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সরিয়ে দেই। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।