সুস্থ সংস্কৃতির বিকাশে মুজাহিদ বুলবুল
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক::
সুস্থ সংস্কৃতির বিকাশে বর্তমানে বাংলাদেশে যে কজন অবস্থান তৈরী করেছেন তাদের মধ্যে একজন মুজাহিদ বুলবুল। পুরো নাম মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বুলবুল। অপসংস্কৃতির মোকাবেলায় ইসলামী সংস্কৃতির একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন খুব অল্প সময়েই।
সেই ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত গেয়ে চলেছেন মঞ্চে মঞ্চে। তাঁর এই দীর্ঘ ক্যারিয়ার তাঁর গানগুলোর সফলতার সাক্ষ্য বহন করে। হামদে বারী তা’আলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে আউলিয়া, মরমী সংগীত, জাগরণীমূলক গান, দেশাত্মবোধক সংগীত, সমাজের নানান অসঙ্গতি নিয়ে প্রতিবাদমূলক গানসহ প্রায় সব ধরণের গান গেয়েই সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন মুজাহিদ বুলবুল।
বর্তমানে বাংলাদেশে যে কজন ইসলামী সংগীত শিল্পী নিয়মিত গেয়ে যাচ্ছেন, মুজাহিদ বুলবুল তাঁদের একজন। ১৯৯৮ সালে ‘কামলিওয়ালা’ শিরোনামে ইসলামী গজলের অ্যালবাম প্রকাশের মাধ্যমে ইসলামী সংগীতাঙ্গনে তাঁর যাত্রা শুরু হয়। এরপর একে একে ‘চলো জিহাদ রণে’ ‘জাগো হে মুসলমান’ ‘ফরিয়াদ’ ‘আর্তনাদ’ ‘মুক্তির দিশারী’ ‘গুলশান’ ‘প্রহরী’ ‘অসহায় বনি আদমের অশ্রু ঝরে’ এবং উর্দু গজলের অ্যালবাম ‘নালায়ে কলন্দর’সহ মোট ২৬ টি অ্যালবাম বের হেয়েছে। সবগুলো অ্যালবামই শ্রোতা মহলে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।
তার সর্বাধিক জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আসুক না যত বাধা’ ‘যদি জিহাদ মাঠে মা গো মৃত্যুও হয়’ ‘আমরা আর কত মার খাবো’ ‘আল্লাহ রক্ষা করো ফিলিস্তিন’ ‘মওলা’ ‘সরল পথের পথিক’ ‘বক্তা না কমেডিয়ান’ ‘লকবনেশা’ ‘ভণ্ডগুলোর দোষ’ অন্যতম। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে গাওয়া তার গানগুলো ইসলামী সংগীতপ্রেমীদের মন জয় করতে সক্ষম হয়েছে। ‘নিরাপদ সড়ক’, ধর্ষণ-সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয়ী গান ‘ধর’, ত্রাণ চোরদের জন্য ‘থাপ্পর সংগীত’সহ তাঁর ব্যাঙ্গাত্বক প্রতিবাদী গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডে বসবাসকালীন চ্যানেল আই ইউরোপে তাঁর উপস্থাপনা ও পরিচালনায় ইসলামী সংগীতের সাপ্তাহিক ফনোলাইভ অনুষ্ঠান ‘মাদিনার সুর’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ইসলামী সংগীত শিল্পীর পাশাপাশি একজন সফল গীতিকার, সুরকার ও কবি হিসেবেও তিনি সমানভাবে সমাদৃত। তাঁর গাওয়া গজলগুলোর প্রায় সবগুলোই তাঁর নিজের লেখা এবং সুর করা। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘পাখি আর হাওরের প্রেম’ ‘লাল পাহাড়ের নীল কবিতা’ ‘বিচ্ছিন্ন বিষাদ: শতচ্ছিন্ন পঙক্তিমালা’ অন্যতম।
কবি মুজাহিদ বুলবুল ১৯৮৪ সালের ১লা জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মাওলানা আব্দুস সুবহান জিহাদী ও মা শামসুন নাহার খানম। তিনি ২০০৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা থেকে হাদিস বিভাগে কামিল এবং ২০০৬ সালে সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।