বড়লেখায় নাশকতা মামলায় বিএনপি নেতা ও আইনজীবী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২২, ৬:৩৬ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে নাশকতার মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে বিএনপি’র শীর্ষ নেতা ও আইনজীবী’কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারী) রাতে বড়লেখা বাজারের আলভীন রেষ্টুরেন্টের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার শাখার প্রচার সম্পাদক ও জেলা বিএনপি’র নেতা এডভোকেট মো: মুমিনুল ইসলাম। দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ শে ডিসেম্বর ২০২১ইং তারিখে সারা দেশের ন্যায় বড়লেখা উপজেলা শহরেও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। ঐ দিন দুপূরে উপজেলা বিএনপি আহুত বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিলে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করলে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং টিয়ারসেল নিক্ষেপ করে বিএনপি’র মিছিলকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই ঘটনায় ৭জন বিএনপি কর্মী ও ১ জন পুলিশ আহত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে পুলিশ ও উপজেলা বিএনপি’র নেতারা। মিছিল থেকে পুলিশ ১২ জন নেতা কর্মীকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতাকৃত ১২ জনসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরূদ্ধে পুলিশ মামলা করে। গতকাল জাতীয়তাবাদী জেলা আইনজীবীর সদস্য ও বিএনপি নেতা এডভোকেট মো মুমিনুল ইসলানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন উপজেলা বিএনপি সভাপতি আবদুল হাফিজ।
তিনি জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে পরবর্তীতে তাদের নেতা কর্মীদেরকে অজ্ঞাতনামা মামলায় গ্রেফতার করে পুলিশ গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে খর্ব করা হচ্ছে। বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমার নেতৃত্বে নাশকতা মামলার অজ্ঞাতনামা পলাতক আসামী মো মুমিনুল ইসলাম’কে আটক করা হয়েছে। অবিলম্বে বাকি আসামীদেরও গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।