সিরাজাম মুনিরায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন খ্রিষ্টান যুবক
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
যুক্তরাজ্যের বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে খ্রিষ্টান যুবক ব্রাদার মার্টিন ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
গত ১৬ জানুয়ারী রবিবার উপমহাদেশের প্রখ্যাত ওলী শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ:) এর ১৪ তম ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে দারসে হাদীস এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ঈসালে সাওয়াব মাহফিলে একজন খ্রিষ্টান যুবক মার্টিন ইসলামের আদর্শে অনুপ্রানিত হয়ে উক্ত সেন্টারের প্রিন্সিপাল শায়খ শেখ ফাদি ইবনে জুবার হাতে কালেমা পাঠ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রী এর প্রিন্সিপাল শায়খ আবুল হাসান, আহলে মুহাব্বাহ এর পরিচালক ক্বারী মাহফুজ আহমদ সহ প্রমূখ। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।