আমি নিবার্চন থেকে সরিনি, গুজব ছড়ানো হয়েছে: চাঁদনীঘাটের চেয়ারম্যান প্রার্থী আসলাম
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (চশমা মার্কা) আসলাম মিয়া সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান তিনি নির্বাচনে প্রার্থী হিসাবে আছেন এবং বিজয়ী হবে বলেন প্রত্যাশা করছেন।
শনিবার সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করে আরো জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা ফেইক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে কে বা কারা অপপ্রচার চালাচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন আমি নির্বাচনে চশমা প্রতীকের প্রার্থী হিসাবে আছি জনগণের ভালোবাসা নিয়ে বিজয়ী হব ইনশাআল্লাহ। চশমা প্রতীকে ভোট দেওয়ার জন্য তার ইউনিয়ন বাসী ভোটারদের বিনীত আহবান জানান।
তিনি বলেন আপনাদের মহামূল্যবান ভোট এসমস্ত অপপ্রচারের উপযুক্ত জবাব হবে। আমি বিচারের ভার জনগণের হাতে তুলে দিলাম।