হাজীপুরে নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:০০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় পাইকপাড়া বাজারে দক্ষিণ কেওলাকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে কাজী সজিব আহমদ তালুকদারের নেতৃত্বে জাহাঙ্গীর মিয়া ও ন‚রুল মিয়ার সহযোগিতা নবনির্বাচিত চেয়ারম্যান মাওঃ ওয়াদুদ বক্সকে বিজয়ী সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং ওয়ার্ড সভাপতি উস্তার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাজীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাওলানা ওয়াদুদ বক্স, মকবুল আলী, আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা ফজির মিয়া, নাজিম উদ্দীন, সালাম মিয়া, নুরুল মিয়া, আব্দুর রসিদ, মুজিব তালুকদার, কণাদল মিয়া, নজর মিয়া, সামাদ আলী, সবুর মিয়া, আজমল প্রমুখ।
কেওলাকান্দি গ্রামবাসী ও মানবাধিকার কর্মী সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী সজিব আহমেদ তালুকদার নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্যাস্ট দিয়ে সংবর্ধনা ও নৌকা দিয়ে কারুকার্য করে একটি কাঁটের চেয়ার উপহার প্রদান করা হয়।