নাজমুল ইসলাম মকবুল এর কবিতা এম এ রহিম
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ
এম এ রহিম
নাজমুল ইসলাম মকবুল
এম এ রহিম সবার মনের
মণিকোঠায় আছেন আজও
শিখিয়ে গেছেন বাকী আছে
আমাদেরই অনেক কাজও।
তাহির আলী হামিদ আলী
দুই বিদ্যালয় নিজ এলাকায়
গড়ে গেলেন যতন করে
জন্মভূমির মাটির মায়ায়।
ভবিষ্যতের বংশধররা
আলোকিত হচ্ছে হবে
এম এ রহিম নামটি সবার
হৃদয়মাঝে গেঁথে রবে।।
Go to top