মৌলভীবাজারে পনেরো আওয়ামীলীগ নেতা স্থায়ীভাবে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২১, ৭:২৯ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের পনেরো নেতা স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নিম্নে উল্লেখিত প্রার্থীদেরকে দলীয় স্ব সংগঠনের পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি বরাবরে প্রেরণ করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন খলিলপুর ইউনিয়ন পরিষদের মোঃ আশরাফ আলী খান, কামালপুর ইউনিয়ন পরিষদের মোঃ আলাউর রহমান, মোঃ আপ্পান আলী, মোঃ সোহেল আহমদ, আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের মোঃ ইমন মোস্তফা, মোঃ ফারুক আহমদ, আখাইলকুরা ইউনিয়ন পরিষদের মোঃ এমদাদুর রহমান রেনু, একাটুনা ইউনিয়নের মোঃ শাহ গিয়াসউদ্দিন, চাঁদনীঘাট ইউনিয়নের মোঃ আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নের মোঃ মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নের শ্রী সুজিত চন্দ্ৰ দাশ, নাজিরাবাদ ইউনিয়নের সৈয়দ মোহিত আলী, মোস্তফাপুর ইউনিয়নের মোঃ তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন ও মোঃ জিলা মিয়া।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার সদর উপজেলা ও রাজনগর উপজেলার ইউনিয়নগুলিতে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।