কে হচ্ছেন মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান?
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২১, ৬:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ হচ্ছে মোস্তফাপুর। কারণ জেলার শহরের পাশ্ববর্তী অবস্থানের এটি। অর্থনৈতিক সামাজিক এমনকি রাজনৈতিক দিকদিয়েও এই ইউনিয়ন পিছিয়ে নেই। রাষ্ট্র কিংবা সমাজের অনেক হর্তাকর্তা ব্যক্তিবর্গ এই ইউনিয়নে জন্মলাভ করেছেন। তাই জেলার অন্যান্য ইউনিয়নের ভোটারদের মাঝেও এই ইউনিয়নের নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দিপনা রয়েছে।
সরেজমিনে ইউনিয়ন ঘুরে দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সরগমভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তাই শেষ সময়ে মাঠ ধরে রাখতে প্রচেষ্টা চালাচ্ছেন সবাই।
এবারের ইউপি নির্বাচনে এই ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খসরু আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম তাজ (আনারস), বিএনপি নেতা তোয়ায়েল আহমদ তুয়েল (ঘোড়া) ও মো. আব্দুর রহিম (চশমা)।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মোস্তফাপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিরাজ করছে উৎসব আমেজ আর আনন্দ। মোট কথা- ইউপি নির্বাচন জমে উঠেছে। নিবার্চন ঘিরে মোস্তফাপুর ইউনিয়ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী ৪ জনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। চলছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়। মোস্তফাপুর ইউনিয়ন ছেয়ে গেছে টাঙ্গানো পোষ্টার আর ব্যানারে। দুপুর দুইটার পর থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারনা চলছে। সার্বক্ষনিক প্রার্থীরা সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের নিকট প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এমনকি বসে নেই প্রার্থীদের আত্নীয়-স্বজন ও কর্মী সমর্থকরা। মোস্তফাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারদের মধ্যে কে হবেন সেই সৌভাগ্যবান চেয়ারম্যান সেটাই এখন আলোচিত হচ্ছে ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকান, মোড় ও ছোট ছোট বাজারসহ সর্বত্র। জয় পরাজয় থাকবেই, তবুও কেউ বসে থাকে না, সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন সবারই থাকে। তাই ইউনিয়নবাসীর মন জয় করতে রাত-দিন ঘুরে বেড়াচ্ছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থী।
ভোটের মাঠ ঘুরে দেখা যায় একজন দলীয় প্রার্থীর প্রভাব ভোটের মাঠে তেমন নেই। ভোটের মাঠে আধিপত্য বিরাজ করছেন দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন তাজুল ইসলাম তাজ ও তোফায়েল আহমেদ তোয়েল। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
গত নির্বাচনে মোস্তফাপুর ইউনিয়নে ছিলেন দুই হেবিওয়েট প্রার্থী। শেখ রুমেল আহমদকে পরাজিত করে চেয়ারম্যান হন তাজ। বিগত পাঁচ বছর চেয়ারম্যানের চেয়ারে বসে ছিলেন তাজ। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শেখ রুমেল আহমদ। ভোটারদের প্রত্যাশা পূরণ করতে না পারায় তাজের উপর অনেক ভোটারের ক্ষোভ রয়েছে। তাই ভোটারদের মাঝে তাজ বিরোধী বড় একটি অংশ তৈরী হয়েছে। এছাড়া ক্ষমতাসীন দলের প্রভাবশালী কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগের ভোট ব্যাংকে ফাটল দেখা দিয়েছে। আওয়ামীলীগের এই ভোটারদের নৌকার প্রার্থী ও বাকী স্বতস্ত্র প্রার্থীরা নিজেদের ভাগে নেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ইউনিয়ন হওয়ায় এই ইউনিয়নে বিএনপির বড় একটি ভোট ব্যাংক রয়েছে। বিএনপির ভোটব্যাংকে কাজে লাগাতে চাচ্ছেন তোফায়েল আহমদ তোয়েল। এখন শেষ অবস্থান বুঝা যাবে আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে। জয়-পরাজয় ওই দিনই নির্ধারণ হবে। সেই অপেক্ষা করছেন ভোটাররা।