মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্সের পূনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন শুরু
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আগামী বছরের ২৮ জানুয়ারি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ৪০ বর্ষপূর্তি ও শীতকালীন পুনর্মিলনী উৎসব আনন্দমঠ ২০২২ উদযাপন করা হবে। এর জন্য চলছে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে ‘আনন্দমঠ ২০২২। অনুষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। তাই ২০২২ সালের ২৮ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য স্কুলের শিশু শাখার ক্যাম্পাসে চত্ত্বরে রেজিস্ট্রেশন বুথ খোলা আছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এছাড়া অনলাইন ফরম পূরণ করে বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন চলমান রয়েছে।
উৎসবের প্রধান সমন্বয় রেদওয়ান রাহী জানান, আনন্দমঠ ২০২২ অনুষ্ঠানটি ২৮ জানুয়ারি সকাল থেকে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রাঙ্গণে শুরু হবে। যাতে অতিথি হিসেবে সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। অনুষ্ঠানটি সফল করার জন্য কমিটর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আয়োজক তানজিম জয় জানান, তারকা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুশ এবং আতশবাজিসহ বিভিন্ন অপ্রকাশিত চমক রয়েছে। নির্দিষ্ট সময়ের ভিতরে রেজিস্ট্রেশনকারীরা পাবেন পোষাক, ব্যাজ, ব্যাগ, ম্যাগাজিনসহ আকর্ষণীয় উপহার। আমাদের উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ সারোয়ার জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত স্কুলের শিশু শাখায় রেজিস্ট্রেশন করা যাবে। তবে যারা স্কুলে আসতে পারবেন না তারা অনলাইন ফরম ফিলাপ করে বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফি ১২০০ টাকা, স্বামী/স্ত্রী, অভিভাবক ও ভাই/বোন যুক্ত করলে অতিরিক্ত ৬০০ টাকা। এছাড়া তিন বছরের কম সন্তান শিশুর জন্য রেজিস্ট্রেশন ফ্রি করা যাবে।রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ ডিসেম্বর ২০২১।
অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৈয়দা নুসরাত জাহান জ্যৌতি জানান, আমাদের উৎসবের প্রধান পৃষ্ঠপোষক বিদ্যালয়ের সর্ব অগ্ৰজ শামীম আহমদ। প্রধান উপদেষ্টা আছেন আইনজীবী এ কে এম মোস্তাফিজুর রহমান চৌধুরী টিটু ও ব্যবসায়ী হানিফ মোহাম্মদ রাজু। এছাড়া ২০১২ সালের ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। আশাকরি সবাই মিলে এই উৎসব আমরা সফলভাবে সম্পন্ন করবো।