ছাতকে অস্ত্র সহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ৪:২৫ অপরাহ্ণ
ছাতক সংবাদদাতাঃ
সুনামগঞ্জের ছাতকে অস্ত্র সহ ফরিদ আহমদ নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ফরিদ ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। সে ছাতক পৌর শহরের ‘রাহুল এন্টারপ্রাইজ’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান,গতকাল (১৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদকে তার বাড়ি থেকে দেশী-বিদেশী অস্ত্র সহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছে।একইসাথে সে তার সহযোগী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে থানার সাব ইন্সপেক্টর (এস.আই) রেজাউল হক তাদের বিরোদ্ধে অস্ত্র নিরোধ আইনে মামলা দায়ের করেছেন। আটক ফরিদ আহমদ এবং তার প্রতিবেশী মৃত নাসির মিয়ার ছেলে মোঃরাহুল মিয়াকে এই মামলার আসামী করা হয়েছে। আদালতের মাধ্যমে ফরিদ আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার ২নং আসামী রাহুল মিয়াকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।