চৌদ্দ হাজার মানুষ বিজয়ের শপথ নিলেন
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম হতে সরাসরি সংযুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রায় ১৪০০০ মানুষ সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর আমন্ত্রণে এ সময় জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন-৩৬ এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মেয়র মোঃ ফজলুর রহমান, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবৃন্দ, চা শ্রমিকগণ, কৃষক-মৎস্যজীবীসহ সমাজের সকল শ্রেণি-পেশা-সর্বস্তরের মানুষ৷
এছাড়া, সদর ব্যতীত বাকি ছয়টি উপজেলার ৬টি স্থানে বিপুল সংখ্যক লোক এই শপথ গ্রহণে অংশগ্রহণ করে৷ ৬৭টি ইউনিয়নের ৬৭টি স্থানেও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷