‘বিজয় আলপনা আঁকি’
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ৫:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জেলা প্রশাসনের আয়োজন ‘বিজয় আলপনা আঁকি’।
বুধবার (১৫ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শিশু-কিশোরদের হাতে লাল-সবুজ রঙে আচ্ছাদিত তুলি তুলে দেন এবং শিশু-কিশোররা এই লাল-সবুজ রঙে মৌলভীবাজার স্টেডিয়ামের দেয়াল রাঙিয়ে তুলে। এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন৷