বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে মোমবাতি প্রজ্বলন ও সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ৪:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার, আজমল হোসেন, নাট্যকার আব্দুল মতিন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।
আলোচনা সভার পর শহীদ মিনার প্রাঙ্গণে ও বঙ্গবন্ধুর ম্যুরালের সম্মুখে মোমবাতি প্রজ্বলন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ।