মনু নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২১, ৭:৪২ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের মনু নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাহিন মিয়া (৮) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পৃর্বসম্পাশি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মাহিন মিয়া রাজনগর উপজেলার খাড়পাড়া গ্রামের বদরুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন সম্পাশি এলাকার নানা বাড়িতে বসবাস করত গতকাল শনিবার থেকে তাকে অনেক খুজাখুজির পর পাওয়া যাচ্ছিল না আজ রোববাে সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদিতে ভেসে উঠে। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, তাকে হত্যা করে মনু নদিতে ফেলে দেয়া হয়। যারাই এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়া হবে।