কানাডায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মৌলভীবাজারের ইঞ্জিনিয়ার
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন মৌলভীবাজারের বিশিষ্টজন ইঞ্জিনিয়ার সৈয়দ আবু বক্কর (৭০)।
রোববার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি কানাডার টরন্টো শহরে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি প্রয়াত কমরেড কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের বড় ভাই।
তার অকাল মৃত্যূ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যেসহ দেশ বিদেশে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।