মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে শাহ মোস্তফা রেডস্থ কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমী বলেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে দেশ জাতী ইসলামের পক্ষে ব্যাপক কাজ করে যাচ্ছে, তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম কে মৌলভীবাজার জেলায় আরো বেগবান করার আহবান জানান এবং তিনি সরকারের প্রতি কারা বন্ধি সংগঠনের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক সহ সকল মজলুম উলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১ ডিসেম্বর থেকে ৩১শে পযর্ন্ত ২০২১ দাওয়াতি মাস উপলক্ষে মাস ব্যাপি একাধিক কর্মসূচী গ্রহণ করা হয় এর মধ্যে সূধী ও সদস্য সংগ্রহ, গন মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের এর দাওয়াতি মাসের আহবান সম্বলিত লিফলেট জন সাধারণ এর হাতে হাতে পৌঁছানো, এবং ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকি পালণ উপলক্ষে প্রতিটি শাখায় আলোচনা সভার আয়োজন করা, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা জেলার সদরের এবং শহরের প্রতিটি পয়েন্টে দাওয়াতি আহবান এর পোস্টার এবং ব্যানার লাগানো ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালী, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুফতী রুহুল আমীন, সহ প্রচার সম্পাদক মাওঃ আব্দুল হান্নান, সহ প্রচার সম্পাদক মাওঃ লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, অফিস সম্পাদক আব্দুল ওয়াজেদ, সদস্য হুসাইন আহমদ প্রমুখ। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।