মৌলভীবাজারে বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০২১, ৬:১৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে “নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
গতকাল ( ৯ডিসেম্বর) বৃহস্প্রতিবার মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন এর সহযোগীতায় সার্কিট হাউসের মুন হলে “জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান ।
জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার হাতে সম্মাননা স্বারক তুলে দেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার পৌরসভার মিতা ভুঁইয়া, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বড়লেখা উপজেলার ৫নং পুঞ্জি গ্রামের মার্গ্রেট সুমের, সফল জননী নারী রাজনগর উপজেলার গনেশপুর গ্রামের প্রজাপতি দাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে নারী কমলগঞ্জ উপজেলার ছয়কুট গ্রামের শাহেনা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামের রোকসানা বেগম।
সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার পৌরসভার মিতা ভুঁইয়া, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামের শামছুন্নাহার বেগম, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়শ্রী দাশ মৌ।