আদালতে আওয়ামীলীগ কর্মী আলাল হত্যা মামলার চার্জশীট
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০২১, ৭:৫২ অপরাহ্ণ
আদালত প্রতিবেদকঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপি নির্বাচনের সহিংসতায় নিহত আওয়ামীলীগ কর্মী আলা উদ্দিন ওরফে আলাল হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করেছে পুলিশ। আজ ১২ জনকে অভিযুক্ত করে সিলেট মহানগর ও দায়রা জজ আদালতে এ চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মোঃআবু খালেদ। পুলিশের দায়ের করা চার্জশীটের ক্রমানুসারে অভিযুক্তরা হলেন (১) জামিল আহমদ, পিতাঃসেলিম আহমদ (২) তারেকুল ইসলাম, পিতাঃজয়নাল উদ্দিন (৩) জয়নুল ইসলাম, পিতাঃসিরাজ উদ্দিন, (৪)মোঃসাদিকুর রহমান, পিতাঃমোঃমুসলিম আলী, (৫)এখলাছ উদ্দিন, পিতাঃআনফর আলী, (৬)খালেদ আহমদ, পিতাঃনুর আহমদ,(৭)ফারুক উদ্দিন,পিতাঃকলিম উদ্দিন, (৮)সাজিদুর রহমান,পিতাঃআব্দুর রহমান,(৯)নাইমুল ইসলাম,পিতাঃজহিরুল ইসলাম,(১০)জিল্লু মিয়া,পিতাঃকালা মিয়া,(১১)সোনা মিয়া,পিতাঃপাখি মিয়া এবং (১২)জাবেদ রহমান,পিতাঃসালমান আর রহমান।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর প্রতিপক্ষের হামলায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ওবায়েদ উল্লাহ ইসহাকের সমর্থক আলাল উদ্দিন ওরফে আলাল নিহত হন। তার গ্রামের বাড়ি জালালাবাদ ইউপি’র আলীনগর গ্রামে। ঘটনার পরদিন নিহতের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে ১৫ জনকে আসামী করে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্ত শেষে আজ ১২ জনকে অভিযুক্ত করে এ মামলার চার্জশীট দাখিল করল পুলিশ। এজাহারে নাম ছিল না এমন ২ জনের সম্পৃক্ততা পাওয়ায় চার্জশীটে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবী করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ৩ জন বর্তমানে কারাগারে আছেন,বাকীরা পলাতক।