জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদকে মাতার মৃত্যুতে শোক
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০২১, ১১:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সহ দপ্তর সম্পাদক এডভোকেট বাবু রুনু দত্তের মমতাময়ী মাতা গতকাল ৬ই ডিসেম্বর ২০২১ ইং নিজ বাড়ীতে রাত ৯:১০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করিয়াছেন। এডভোকেট বাবু রুনু দত্তের “মাতার” মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের পাঠানো এক শোকবার্তায় মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এম.পি জনাব এম. নাসের রহমান বলেন এডভোকেট বাবু রুনু দত্তের মাতার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং উনার আত্মার শান্তি কামনা করছি।একই সাথে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শোক কাটিয়ে উঠার শক্তি যেন মহান সৃষ্টিকর্তা তাদের দান করেন।