মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০২১, ৬:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত প্যারেডে সালামী গ্রহণ ও কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যগণ।