অপহরণের ২৪ ঘন্টা পর অপহৃত শিশু উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর পুলিশের ২৪ ঘন্টা অভিযানে পর অপহরণকৃত ২২ মাসের শিশু ছাইফকে ওসমানীনগর থেকে উদ্ধার করে মায়ের কোল ফিরিয়ে দিল পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামী রোয়েনা আক্তার রিয়া (২১) কে গ্রেফতার হয়।
রাজনগর থানা সূত্রে জানা যায়, গত ০২ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টার সময় রাজনগর থানাধীন ০২নং উত্তরভাগ ইউপির অন্তর্গত কেশরপাড়া সাকিনস্থ জাবেদ আহমেদের বাড়িতে তার আপন ভাই ওমান প্রবাসী জায়েদ আহমেদ এর বন্ধু পরিচয় দিয়ে সকলের অজান্তে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে দুই জন অপহরণকারী আসে এবং জাবেদ আহমেদের পুত্র আহমেদ ছাইফ রাজ (২২-মাস) কে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়া যায়। পরবর্তীতে জাবেদ আহমেদ রাজনগর থানায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে উক্ত মামলাটি রুজু হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা রুজু হওয়ার পর পরেই রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তখন একটি অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে জাবেদ আহমদের মা সুফিয়া বেগম এর নম্বরে ফোন আসলে উক্ত ফোন কলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর বাজারস্থ কদমতলা এলাকা হতে অপহরণকৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী ওসমানীনগরের পশ্চিম রুকনপুরের মৃত কনাই মিয়ার মেয়ে রোয়েনা আক্তার রিয়া (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।