মাস ব্যাপী পুনাক মেলা ২০২১ এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে মাস ব্যাপী পুলিশ নারী কল্যাণ (পুনাক) মেলা ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলা উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পুনাক সভাপতি সামিনা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন তানিয়া তাহির মিজু, অনিমা বর্মন, সৈয়দা মুনিয়া জান্নাতুল। স্বাগত বক্তব্যে রাখেন শেখ ইফফাত আরা ইসলাম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।