কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০২১, ৬:১২ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন (কালাপানি হাওর এলাকা) রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ও পুলিশের সাথে কথা বলে জানা যায় লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। সে ওই এলাকায় দীর্ঘদিন থেকে ঘোরাফেরা করছিল।পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরির্দশক ও আয়ু মো. আফছার উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লোকটি পাগল ছিল। রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে লোকটির মৃত্যু হয়। এখন পর্যস্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।