শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন বিত্তশালীরা
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২১, ৪:২৭ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট::
শীতার্থ মানুষের পাশ্বে দাড়াতে শুরু করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তশালীরা। পূর্বদিকের কাছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়ায় শীত বস্ত্র বিতরণের খবর এসেছে।
সোস্যাল এইড বাংলাদেশ এর অর্থায়নের এবং ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারে আয়োজনে জেলার অসহায় গরীব হত দরিদ্র ভিক্ষুক প্রতিবন্দিী মানুষের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল (৩০ নভেম্বর) মঙ্গলবার দুপুরে কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরন করা হয় । ১টি ভাল মানের কম্বল ও ১টি ভালমানের চাদর ।
কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী এর সভাপতিত্বে অসহায় পরিবারে মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সোসাল এইড এর বাংলাদেশ প্রতিনিধি প্রকৌশলী বাবুল আক্তার, মো: ইসহাক মিয়া পরিতোষ দে, নজরুল ইসলাম মুহিব, ম্যাক বাংলাদেশ এর পরিচালক এস,এ হামিদ।
পরে অতিথিরা জেলার ৩১০টি পরিবারের অসহায় গরীব হত দরিদ্র ভিক্ষুক প্রতিবন্দিী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন।
এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে প্রবাসী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের প্রায় তিন শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বরমচাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বরমচাল অনলাইন প্রবাসীর আয়োজনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সজিবুর রহমান সজিবের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল খান ও রিয়াজ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফারুক উদ্দিন সুন্দর, সমাজসেবক জয়নুল ইসলাম জুনেদ, সংগঠনের উপদেষ্টা হারুনুর রশীদ, সমাজসেবক মাওলানা সোহরাব হোসেন, জমসেদ খান, শাহিন মিয়া, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সংগঠনের অর্থ সম্পাদক শামীম আহমদ, প্রবাসী লুৎফুর রহমান রাজু, মাজেদ আহমদ, নাহিদুর রহমান চৌধুরী, আব্দুল আজিজ, হাবিবুর রহমান প্রমুখ।
আয়োজক সংগঠনের সদস্যরা জানান, বিশে^র বিভিন্ন দেশে বসবাসরত বরমচাল ইউনিয়নের প্রবাসী ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন অনলাইন প্রবাসী গ্রুপের সদস্যদের অর্থায়নে ইউনিয়নের ১৩০জন রিক্সা শ্রমিককে শীতের ব্লাঙ্কেট ও ১৭০ জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আগামীতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। এর আগেও সংগঠনটি ইউনিয়নে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।