কুলাউড়া বড়লেখার ২৩ ইউনিয়ন ও শ্রীমঙ্গল পৌরসভার ভোট চলছে
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ১:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলার ২৩ টি ইউনিয়নে ও শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্ৰহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে গুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
শ্রীমঙ্গল পৌর নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পৌর নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদন্ধিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগের অধ্যক্ষ সৈয়দ
মনসুরুল হক (নৌকা), বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু (নারিকেল গাছ) নিয়ে প্রতিদন্ধিতা করছেন। ওই পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রাথী প্রতিদ্ধন্ধিতা করছেন।
বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫১ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৬২ জন, সাধারণ সদস্য ৪৯৫ জন প্রতিদ্ধন্ধিতা করছেন।