শ্রীমঙ্গলে পৌরসভার মেয়র প্রার্থীর বাসায় হামলা, আহত ৪
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ৬:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাসায় হামলা চালিয়ে ৪ জনকে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১ টার দিকে দেশীয় অস্ত্রনিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র মহসিন মিয়ার বাসায় হামলা চালানো হয়। মহসিন মিয়া মধু অভিযোগ করে বলেন, নৌকা প্রার্থীর পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী তার বাসায় হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় তার ভাতিজা রাজ আহমদ সহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা ও সিলেটে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেইসবুকে ভাইরাল হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, শহরের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।