ভারাক্রান্ত মন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ছাত্রলীগ কর্মীর খোলা চিঠি
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২১, ৬:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলেন এমদাদুর রহমান রেনু। কিন্তু তিনি মনোনয়ন পাননি। ভারাক্রান্ত মন নিয়ে প্রধানমন্ত্রীর খোলা চিঠি লিখেছেন ছাত্রলীগ কর্মী শাহ্ নেওয়াজ শুভ।
পাঠকের জন্য লেখাটি হুবহু দেয়া হলো-
আমি একজন ছাত্রলীগ কর্মী এবং আওয়ামী পরিবারে সন্তান। অত্যন্ত দুঃখ ভারাক্তান্ত মন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপার কাছে আমার খোলা চিঠি। আমার চাচা জনাব এমদাদুর রহমান রেনু একজন আপাদমস্তক পিতা মুজিবের আদর্শের আদর্শিত মুজিব সৈনিক।
তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নৌকা মার্কায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন কিন্তু দল থেকে উনাকে মনোনীত না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী বা দলের বিপরীতে গিয়ে দলের স্বার্থের কথা চিন্তা করে এবং দলের সম্মান রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহণ করেননি।
তিনি ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। শুধুমাত্র আওয়ামীলীগের রাজনীতি করার কারণে যাকে বার বার মিথ্যা মামলায় কারা বরণ করতে হয়েছে।
তিনি (১৯৮৭-১৯৯০ ইং) সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার সরকারি কলেজ শাখার দায়িত্ব পালন করেন।
(১৯৮৮-১৯৯০ ইং) সহ-সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেন।
(১৯৯৪-২০০৪ ইং) সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার দায়িত্ব পালন করেন।
(১৯৯৭-২০০৪ ইং) যুগ্ম-আহবায়ক বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ মৌলভীবাজার জেলা শাখার দায়িত্ব পালন করেন।
(২০০৬-২০২০ ইং) সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার সদর উপজেলা শাখার দায়িত্ব পালন করেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের সাথে সরাসরি জড়িত।
কিন্তু আজ আপনি বেঁচে থাকা অবস্থায় যখন সিলেট বিভাগের ৪র্থ ধাপের নির্বাচনের নাম ঘোষনা করা হল দেখা গেল মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নে একজন ব্যবসায়ী-কে নৌকা মার্কায় মনোনীত করা হল, যিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় মনোনীত হয়ে নৌকার ভরাডুবি হয়েছে। ঠিক একইভাবে আজ টাকার কাছে এবং গ্রুপিং রাজনীতির কাছে একজন প্রকৃত মুজিব সৈনিক-কে আবারও হেরে যেতে হল।
আপনার কাছে অনুরোধ আপনি বঙ্গবন্ধু জাতির পিতার সোনার বাংলা-কে দয়া করে এভাবে বিক্রি হতে দিয়েন না। আর কতটা যোগ্য হলে দল থেকে মনোনীত করা হব। বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ। বি দ্রঃ সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে হলে যোগ্যতা লাগে।