র্যাবকে নিয়ে বিসিকে ভোক্তা অধিদপ্তরের অভিযান, লক্ষ্মী লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২১, ৩:২৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা নিশ্চিতকরনে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় বুধবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার বিসিক শিল্প নগরীর ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্য পণ্যের উৎপাদনকারী প্রতিষ্টানগুলো তদারকি করা হয়।
তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ও অস্বাস্থ্যকর কন্টেইনারে রেখে ভোজ্য তেল মোড়কজাত করা, চাহিত কাগজপত্র সঠিকভাবে প্রদর্শন করতে না পারার দায়ে বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স লক্ষ্মী এডিবল প্রডাক্টস্ লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।