মৌলভীবাজার সদরের ১২ ইউনিয়নে নৌকার প্রার্থী যারা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২১, ১২:১৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার বারোটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনয়ন প্রাপ্তরা হলেন-
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে মো. মখলিছুর রহমান, খলিলপুর ইউনিয়নে মো. অলিউর রহমান, মনুমুখ ইউনিয়নে এমদাদ হোসেন, কামালপুর ইউনিয়নে মো. আব্দুর রহমান, আপার কাগাবলা ইউনিয়নে মো. মুজিবুর রহমান, আখাইলকুড়া ইউনিয়নে শেখ মো. বদরুজ্জামান চুমু, একাটুনা ইউনিয়নে মো. আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউনিয়নে আখতার উদ্দিন, কনকপুর ইউনিয়নে জুবায়ের আহমদ, নাজিরাবাদ ইউনিয়নে মো. আশিকুর রহমান, মোস্তফাপুর মো. খসরু আহমেদ ও গিয়াসনগরন ইউনিয়নে মো. ছুরুক মিয়া।