কমলগঞ্জে নৌকার মাঝি হতে চান মুন্সীবাজার ইউনিয়নের রনেন্দু
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২১, ৮:১৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মাঝি হতে চান মুন্সিবাজার ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী রনেন্দু ভট্টাচার্য্য (রানা)। বিগত ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী থাকায় দলের নেতৃবৃন্দ এবারের নির্বাচনে মনোনয়ন প্রদানের আশ্বাস দেন।
জানা যায়, রনেন্দু ভট্টাচার্য্য (রানা) মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রামচন্দ্রপুর সার্ব্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি বিএনপি সরকারের আমলে একবার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। এ সময় অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী রনেন্দু ভট্টাচার্য্য (রানা) জানান, ছাত্রজীবন থেকে ছাত্রলীগ ও বর্তমানে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত সক্রিয়ভাবে রয়েছি। তৃণমুলের সর্বস্তরের নেতাকর্মীর সমর্থকনা চেয়ারম্যান পদে দেখতে চায়। বিগত ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর পক্ষে ছিলাম। দল ও মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। মুন্সীবাজার ইউনিয়নবাসী এবার নৌকার মাঝির পরিবর্তন চায়। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। মুন্সীবাজার ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের দোয়া, আশীর্ব্বাদ ও সহযোগিতা কামনা করেন।