মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা অবহেলায় মাতৃগর্ভে শিশু মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলায় মায়ের পেটেই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নবজাতকের লাশ নিয়ে হাসপাতালে অবস্থান করছেন বাচ্চার স্বজনরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে আলট্রাসনোগ্রাফি রিপোর্টে মাতৃগর্ভে নবজাতকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন ডাক্তার। পরে বিকাল ৪ টায় অপারেশন করে মৃত্যু বাচ্চা প্রসব করা হয়।
জানাগেছে, মৌলভীবাজারের রাজনগর উপজেলার হামিদপুর গ্রামের গ্রাম পুলিশ সরাফত আলীর স্ত্রী তানিয়া আক্তার প্রসবকালীন ব্যথা নিয়ে গত ২১ নভেম্বর মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি হন। ভর্তির দিন কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাফি করান। সেখানে বাচ্চা ও বাচ্চার মা সুস্থ্য আছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাফি করালে রিপোর্টে মাতৃগর্ভে নবজাতকের মৃত্যুর ঘটনা জানান চিকিৎসক। এতে স্বজনদের অভিযোগ চিকিৎসক ও নার্সদের অবহেলায় মাতৃগর্ভে বাচ্চার মৃত্যু হয়েছে।
নবজাতকের বাবা সরাফত আলী জানান, আমি পেশায় গ্রাম পুলিশ। আসার পরেই বলেছি, আমার এত টাকা নেই অন্য হাসপাতালে নিয়ে চিকিৎসার সামর্থ নেই। আমার স্ত্রী ১০ মাসের গর্ভবতী গত ১৯ তারিখ ডাক্তার দেখিয়েছি সেখানে বলেছে হাসপাতালে ভর্তি করার জন্য। আমাদের চেয়ারম্যান নকুল চন্দ দাস বলেন সদর হাসপাতালে ভর্তি করার জন্য সেখানে ভালো চিকিৎসা। গত ২১ (রোববার) ২১ নভেম্বর মৌলভীবাজার-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করি। আজ একজন ডাক্তার এসে আলট্রাসনোগ্রাফি করতে বলে আমরা করি। রিপোর্টে বাচ্চা মারাগেছে জানান ডাক্তার।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আহমেদ ফয়সল জামান বলেন, তাদের অভিযোগ শুনেছি। আলট্রাসনোগ্রাফিতে এসেছে বাচ্চা মায়ের পেটে মারা গেছে এখানে অবহেলা কোথায় বুঝলাম না। গতকাল পর্যন্ত আলট্রাসনোগ্রাফি রিপোর্টে অনুযায়ী বাচ্চা সুস্থ ছিল।
তিনি বলেন, আজ বাচ্চা নড়াচরা করছে না এটা বাচ্চার মা বোঝতে পারেনি নড়াচরা বন্ধ হয়ে গেছে। যখন ডাক্তার দেখেছে তখন দেরি হয়ে গেছে। সাধারণত বাচ্চা নড়াচরা বন্ধ হয়েগেলে মা বোঝতে পারে। গতকাল পর্যন্ত বাচ্চার নড়াচরা ছিল মেডিকেল সাইসের কারনে অনেক সময় বাচ্চামারা যায়। মা টের পায়নি আমরা ব্যবস্তা গ্রহন করে করেত দেরি হয়ে গেছে।