নির্বাচনী প্রচারণায় যাওয়ায় মাকে আহত করলো ছেলে
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২১, ৫:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জের ধরে সৎ মাকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে ছেলে। আশংকাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কুপানোর দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শনিবার (২০ নভেম্বর) গ্রামের ফরিদ মিয়ার ২য় স্ত্রী নেহারুন বেগম (৪২) দিনের বেলা এলাকার এক প্রার্থীর নির্বচনী প্রচরণায় অংশ নেন। রাতে বাড়ি ফিরলে সৎ ছেলে মনাফ মিয়া (২২) তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উভয়ের মধ্যে বির্তক সৃষ্টি হয়। এর এক পর্যায়ে মনাফ মিয়া ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে সৎ মাকে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গ্রামে ঘটনাটি ঘটেছে। নেহারুনকে আহত অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হোসেন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। নেহারুনের স্বামী ফরিদ মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছেন। হয়তো এ সুযোগে সে কোন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। আমি আইনের আশ্রয়ে যেতে বলেছি।
একই গ্রামের জুয়েল আহমদ বলেন, রাতের বেলা ফরিদের প্রথম স্ত্রীর সন্তান মনাফ মিয়া তার সৎ মাকে ধারালো দা দিয়ে কুপিয়েছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে নেহারুনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। তার হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় বলেন, বিষয়টি শুনেছি। তবে আমাদের কাছে কেহ কোন অভিযোগ নিয়ে আসেনি। আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।